9 May 2025, Fri

টিকটক মাতাচ্ছে দেড় বছরের আফ্রাহীম, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বাবা আরিয়ান!

সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে দেড় বছরের আফ্রাহীম! খুদে এই প্রতিভাবান অভিনয়শিল্পী তার নিখুঁত অভিব্যক্তি আর নায়কের মতো সংলাপ বলার ভঙ্গিতে তাক লাগিয়ে দিচ্ছে নেটিজেনদের। তার বাবা আরিয়ান এখন থেকেই ছেলের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। ছোট্ট আফ্রাহীম যেন জন্ম থেকেই অভিনেতা! নায়ক বাপ্পারাজের মতো স্টাইল আর অভিব্যক্তি ফুটিয়ে তোলার ক্ষমতা দেখে অনেকেই বলছেন, “এটাই হবে পরবর্তী সুপারস্টার!” টিকটকের বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে, আফ্রাহীম তার অভিনয়ের দক্ষতা দিয়ে দর্শকদের মুগ্ধ করছে। কেউ কেউ বলছেন, “এতো ছোট বয়সেই যদি এত সুন্দর অভিনয় করে, তাহলে ভবিষ্যতে সে কী করবে!” বাবা আরিয়ান অবশ্য ছেলের প্রতিভায় গর্বিত হলেও কিছুটা চিন্তিতও। তিনি বলেন, **“ওর বয়স মাত্র দেড় বছর! এত কম বয়সে সোশ্যাল মিডিয়ায় এতটা জনপ্রিয় হয়ে যাওয়া ভালো না খারাপ, বুঝতে পারছি না।”** আফ্রাহীমের ভিডিও ইতোমধ্যেই লাখ লাখ ভিউ ছাড়িয়েছে, কমেন্ট সেকশনে তার প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। কেউ বলছেন, “এ এক বিস্ময় বালক!” কেউ আবার মজা করে লিখেছেন, “নায়ক হওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে!” দেখার বিষয়, ভবিষ্যতে আফ্রাহীম কি সত্যিই অভিনয়ের জগতে পা রাখবে, নাকি এটা শুধুই তার শৈশবের খেলা? আপাতত, এই দেড় বছরের খুদে তারকার অভিনয় নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রে!